অনলাইন ডেস্ক: রাজশাহীর বাঘায় সিমা খাতুন (৩২) নামে এক বিধাব নারীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
আজ মঙ্গলবার (২৩মার্চ) সকাল ৮ টার দিকে উপজেলার ঢাকাচন্দ্রগাথি-আরিফপুর দেওয়ান পাড়া রাস্তার পাশে নবাব আলীর আম বাগান থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকাল ৬ টার দিকে ঐ রাস্তা দিয়ে পথচারীরা যাওয়ার সময় রাস্তার প্রায় ১০ গজ পূর্ব দিকে আম বাগানে লাশটি পড়ে থাকতে দেখা যায়।
পরে এলাকার লোকজন পুলিশকে খবর দিলে খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে লাশটি উদ্ধার করে। সিমা খাতুন উপজেলার আরিফপুর দেওয়ানপাড়া গ্রামের আতর সরকারের মেয়ে।
সিমার দুই ছেলের মধ্যে বড় ছেলে শুভ (১৩) ও ছোট ছেলে অভি (৯)। নিহত সিমা খাতুনের বাবা আতর সরকার জানান, প্রায় ১৫ বছর আগে বাঘা পৌর এলাকার বানিয়াপাড়া গ্রামের সামাদ এর ছোট ছেলে শাহাবুল ইসলামের সাথে তার বিয়ে হয়।
বিয়ের প্রায় ১১ বছর পর সড়ক দূর্ঘটানায় স্বামীর মৃত্য হয়। আতর সরকার আরো বলেন, স্বামী মৃত্যুর পর থেকে সে আমার বাড়িতেই থাকতো। তবে প্রায় ৭ মাস ধরে বাঘায় কোন এক বাসায় ভাড়া থাকে। এখন পর্যন্ত স্থানীয় ও পুলিশ সূত্রে সুনিদিষ্ট উল্লেখযোগ্য মৃত্যুর এই কারণ সম্পর্কে জানা যায়নি। খোঁজ নিয়ে জানা যায়, পৌরসভা সদরে উত্তর মিলিক বাঘা গ্রামের নয়নের স্ত্রী খালেদার বাড়িতে সে ভাড়া থেকে অন্যের বাড়িতে ঝিয়ের কাজ করতো।
বাড়ির মালিক খালেদা জানান, গতকাল সোমবার সন্ধ্যায় সে তাড়াহুড়া করে বাসা থেকে বের হয়ে যাওয়ার সময় বলে, বাবার বাড়ি থেকে বাবা ও ভাই ফোনে আমাকে ডাকছে আমি সেখানে যাচ্ছি পরদিন বিকেলে আসবো বলে চলে যায়।
বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) তদন্ত আব্দুল বারী ঘটনার সতত্যা নিশ্চিত করে বলেন, নিহতের লাশ হেফাজতে নেয়া হয়েছে। তবে প্রাথমিকভাবে মৃত্যুর কারণ সম্পর্কে জানা যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।