ঢাকাবুধবার , ২৪ মার্চ ২০২১
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

পবা উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ

Paris
  • মার্চ ২৪, ২০২১, ৫:৪২ অপরাহ্ণ

অনলাইন  ডেস্ক: পবা উপজেলা পরিষদ নবনির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী বুধবার দায়িত্ব গ্রহণ করেছেন।

উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শিমুল আকতার।

উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার ভূমি শেখ মো. এহেসান উদ্দীন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাবেয়া বসরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরজিয়া বেগম ও ওয়াজেদ আলী খান।

বক্তব্য রাখেন উপজেলা অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও যুব উন্নয়ন কর্মকর্তা সঈদ আলী রেজা। উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন সুলতানা, এলজিইডি সহকারী প্রকৌশলী সঞ্জয় মোহন সরকার, সিনিয়র মৎস্য কর্মকর্তা মোজাম্মেল হক, শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা শিমুল বিল্লাহ সুলতানা, ইউপি চেয়ারম্যান সাইফুল বারী ভুলু, সোহেল রানা, বজলে রেজবি আল হাসান মুঞ্জিল, আবুল কালাম আজাদ, আব্দুস সালাম, মফিদুল ইসলাম বাচ্চু, কামরুল হাসান রাজসহ উপজেলা পরিষদের সকল দপ্তরের কর্মকর্তাগণ।