ঢাকাবুধবার , ২৪ মার্চ ২০২১
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহীতে তুলার গুদামে ভয়াবহ আগুন

Paris
  • মার্চ ২৪, ২০২১, ১০:৪৯ পূর্বাহ্ণ

অনলাইন ডেস্ক:  রাজশাহী নগরীর গণকপাড়া এলাকায় একটি তুলার গোডাউনে আগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বুধবার (২৪মার্চ) দুপুর দেড়টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনার পর দমকল বাহিনীর দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারি পরিচালক জাকির হোসেন জানান, দুপুর ১টা ৪০ মিনিটে তারা আগুন লাগার খবর পেয়েছে। সাথে সাথে তাদের কর্মীরা ঘটনাস্থালে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। দুইটি ইউনিট মিলে প্রায় এক ঘন্টা প্রচেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

তিনি বলেন, কিভাবে আগুনের সূত্রপাত বা কি পরিমাণ ক্ষতি হয়েছে প্রাথমিকভাবে তা জানা যায়নি। তদন্ত করে সেটি জানা যাবে। তবে ধারণা করা হচ্ছে বিদ্যুতের সটসার্টিক থেকে আগুনের সূত্রপাত হতে পারে।