অনলাইন ডেস্ক: ৫০ বছরে সব খাতে বাংলাদেশ অসাধারণ উন্নতি করেছে বলে জানিয়েছেন ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি সোনিয়া গান্ধী।
বুধবার (২৪মার্চব) ঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে পাঠানো এক ভিডিও বার্তায় তিনি এ কথা বলেন।
সোনিয়া গান্ধী বলেন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন প্রশংসনীয়। কংগ্রেসের সাথে বাংলাদেশের সম্পর্ক ঐতিহাসিক এবং বন্ধুত্বপূর্ণ।
এসময় ইন্দিরা গান্ধী বাংলাদেশের ঐতিহাসিক মুহূর্তে পাশে থেকে সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন বলেও জানান তিনি।
কংগ্রেসের সভাপতি বলেন, বঙ্গবন্ধু তার দেশকে ভালোবেসে স্বর্ণশিখরে নিয়ে যেতে চেয়েছিলেন।
আমি আমার শাশুড়ি, স্বামীকে পাশে নিয়ে বাংলাদেশের জন্ম দেখেছি। এই মহূর্ত আমার কাছে অনেক দামি।