অনলাইন ডেস্ক: জাপান সাগরে বৃহস্পতিবার (২৫মার্চ) অন্তত দুইটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। যুক্তরাষ্ট্র ও জাপানের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনের দায়িত্ব গ্রহণের পর এই প্রথমবারের মতো কোনও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো পিয়ংইয়ং। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।
দক্ষিণ কোরিয়া ও জাপানের পক্ষ থেকে এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার নিন্দা জানানো হয়েছে। হোয়াইট হাউসের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সামরিক কর্মকাণ্ড তদারককারী ইউএস প্যাসিফিক কমান্ডের পক্ষ থেকে বলা হয়েছে, পিয়ংইয়ং-এর অবৈধ অস্ত্র কর্মসূচি যে তার প্রতিবেশী এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য হুমকি, এই পরীক্ষার মাধ্যমে সে বিষয়টিই তুলে ধরা হয়েছে।
উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে হুমকিস্বরূপ হিসেবে বিবেচনা করে জাতিসংঘ। এ ধরনের পরীক্ষা চালানোর ব্যাপারে দেশটির ওপর নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞা রয়েছে।
জাপানের কর্মকর্তারা জানিয়েছেন, ক্ষেপণাস্ত্রগুলো উত্তর কোরিয়ার পূর্ব উপকূল থেকে নিক্ষেপ করা হয়েছে। তবে সেগুলোর কোনও ধ্বংসাবশেষ তাদের পানিসীমায় পড়েনি।
এই পরীক্ষাকে পুরো অঞ্চলের শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি হিসেবে আখ্যায়িত করেছেন জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা। বিষয়টি নিয়ে জাতীয় নিরাপত্তা কাউন্সিলের বৈঠক ডেকেছে দক্ষিণ কোরিয়া।
উল্লেখ্য, কিছুদিন আগেই স্বল্প পাল্লার দুই নন-ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় পিয়ংইয়ং। মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানান, তার দেশ ওই পরীক্ষাকে উসকানি হিসেবে বিবেচনা করছে না। বরং এরপরও উত্তর কোরিয়ার সঙ্গে শান্তি প্রক্রিয়া অব্যাহত রাখা হবে। তবে পিয়ংইয়ং বলে আসছে, যুক্তরাষ্ট্র যদি তাদের প্রতি শত্রুতার মনোভাব ত্যাগ না করে, তাহলে তারা এ নিয়ে আলোচনায় আগ্রহী নয়।