ঢাকাবৃহস্পতিবার , ২৫ মার্চ ২০২১
  • অন্যান্য

রাজশাহীতে গণহত্যা দিবসে আলোর মিছিল

Paris
  • মার্চ ২৫, ২০২১, ৬:৪০ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: রাজশাহী গণহত্যা দিবসে আলোর মিছিল করেছে বিভিন্ন সামাজিক সংগঠন। গতকাল বৃহস্পতিবার আলোর মিছিলটি নগরীর আলুপট্টি মোড় থেকে শুরু হয়ে ভুবন পার্কে গিয়ে শেষ হয়। সেখানে মোমবাতি প্রজ্বলনের মধ্য দিয়ে ২৫ মার্চ কালরাত্রিতে নিহত শহীদদের স্মরণ করে সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

আলোর মিছিলের যৌথ ভাবে আয়োজন করে সম্মিলিত সাংস্কৃতিক জোট রাজশাহী ও একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি রাজশাহী

মোমবাতি প্রজ্বলনের সময় উপস্থিত ছিলেন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের রাজশাহীর সাধারণ সম্পাদক দিলীপ কুমার ঘোষ, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় যুগ্ন সাধারণ সম্পাদক উপাধাক্ষ্য কামরুজ্জামান, সেক্টর কমান্ডার ফোরাম রাজশাহীর সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খন্দকার, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির রাজশাহী মহানগর সাধারণ সম্পাদক শাহ আলম বাদশা, জাতীয় সমাজতান্ত্রিক দলের রাজশাহী মহানগর সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মাসুদ শিবলী, আওয়ামী সাংস্কৃতিক পরিষদের সভাপতি নিতাই কুমার সরকার, জাতীয় মহিলা পরিষদের রাজশাহী জেলা সাধারণ সম্পাদক কল্পনা রায়, রাজশাহী আবৃত্তি পরিষদের সভাপতি মনিরা রহমান মিঠি, ঋত্বিক ঘটন ফিল্ম সোসাইটির সভাপতি ডা. জাহিদ হাসানসহ অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।