ঢাকাশুক্রবার , ২৬ মার্চ ২০২১
  • অন্যান্য

কাটাখালিতে সড়ক দুর্ঘটনায় ঘটনায় এমপি আয়েনের শোক

  • মার্চ ২৬, ২০২১, ১:১১ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: : রাজশাহীর কাটাখালীর কাপাশিয়ায় বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে নিহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন স্থানীয় এমপি আয়েন উদ্দিন। শুক্রবার এক শোক বার্তায় এই শোক প্রকাশ করেন।

শোকা বার্তায় এমপি আয়েন উদ্দিন নিহতদের রূহের মাগফিরাত কামনা করেন ও তাঁদের শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। ঢাকায় অবস্থানরত এমপি আয়েন উদ্দিন দুর্ঘটনার পর থেকে মোবাইল ফোনে দুর্ঘটনার বিষয়ে সার্বিক খোঁজখবর রাখছেন।

এদিকে কাটাখালী পৌর মেয়র আব্বাস আলীও নিহতদের রূহের মাগফিরাত কামনা করেন ও তাঁদের শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, শুক্রবার (২৬মার্চ) দুপুর পৌনে ২টায় রাজশাহীর কাটাখালীর কাপাশিয়া এলাকায় বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে ঘটনাস্থলে ১১জন এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ৬ জনের মৃত্যু হয়েছে।