রাজশাহী প্রতিনিধি : রাজশাহীতে স্বাধীনতার সূবর্ণজয়ন্তী ও স্বাধীনতা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার (২৬মার্চ) সকাল থেকেই সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ বিভিন্ন সামাজিক রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনসহ নগরীর বিভিন্ন শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করা হয়।
সকালেই কোর্ট চত্বরে অবস্থিত শহীদ স্মৃতিস্তম্ভে শহীদ স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন বিভাগীয় কমিশনার, ডিআইজি, পুলিশ কমিশনারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এরপর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে কুচকাওয়াজ প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এছাড়া শহীদদের স্মরণে রাজশাহী কলেজ শহীদ মিনার, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শহিদ মিনারে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের উদ্যোগে পুষ্পস্তবক অর্পণ করা হয়।