ঢাকাশনিবার , ২৭ মার্চ ২০২১
  • অন্যান্য

রাজশাহীতে বিজিবি’র ছাপ্পান্ন লক্ষ চল্লিশ হাজার টাকা মূল্যের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

  • মার্চ ২৭, ২০২১, ৫:১৮ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: বর্ডার গার্ড বাংলাদেশ, রাজশাহী ব্যাটালিয়ন (১বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাব্বির আহমেদ, বিজিবিএম, পিবিজিএম, পিএসসি গণমাধ্যমে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেন রাজশাহীতে বিজিবি’র অভিযানে ৫৬,৪০,০০০/- (ছাপ্পান্ন লক্ষ চল্লিশ হাজার) টাকা মূল্যমানের ০১টি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করা হয়েছে।

অদ্য (২৭মার্চ) সময় আনুমানিক সাড়ে চারটার দিকে  রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধীনস্থ রাজাবাড়ী চেকপোষ্টের হাবিলদার মোঃ সোলাইমান সাথে পাঁচ জনের একটি বিশেষ দল রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন বিজয় নগর এলাকায় টহল পরিচালনা করে ৫৬.৪ কেজি ওজনের ০১টি কষ্টি পাথরের মূর্তি আটক  করে। আটককৃত কষ্টি পাথরের আনুমানিক সিজার মূল্য ৫৬,৪০,০০০/- (ছাপ্পান্ন লক্ষ চল্লিশ হাজার) টাকা। টহল দলের উপস্থিতি টের পেয়ে কষ্টি পাথরের মূর্তি ফেলে পালিয়ে যাওয়ায় উক্ত ঘটনার সাথে জড়িত কাউকে আটক বা সনাক্ত করতে পারেনি টহল দল।

আটককৃত কষ্টি পাথরের মূর্তি প্রচলিত নিয়ম অনুযায়ী ব্যাটালিয়নের সিজার ষ্টোরে জমা করে তা পরবর্তীতে স্থানীয় প্রত্নতাত্মিক যাদুঘর অথবা বিজিবি যাদুঘরে সংরক্ষণের জন্য প্রেরণ করা হবে।