ঢাকাশনিবার , ২৭ মার্চ ২০২১
  • অন্যান্য

সত্য নয় গুজব

  • মার্চ ২৭, ২০২১, ১:৩২ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: রাজশাহী বিশ্ববিদ্যালয় জোহাহল সংলগ্ন পুকুরের পাশে মুক্তিযুদ্ধকালিন সময় পাকিস্তানি সৈন্যদের পুতে রাখা অস্ত্র পাওয়া গেছে এমন খবরে জন মনে কৌতহলের সৃষ্টি হয়।

আজ শনিবার (২৭মার্চ) দুপুরে হঠাৎ করে একটি খবর ছড়িয়ে পড়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় জোহাহল সংলগ্ন পুকুরে পাশে এসকিউবেটর দিয়ে মাটি কাটার সময় পাকিস্তানি সৈন্যদের পুতে রাখা প্রচুর অস্ত্রের সন্ধান পাওয়া গেছে। এখবরটি রাবি ক্যাম্পাস থেকে মহানগরীতে ছড়িয়ে পড়তে থাকলে সরজমিনে গিয়ে তেমন কোন আলামত পাওয়া যায়নি। এমনকি মাটি কাটার এসকিউবিটর গাড়ির ড্রাইভার ও অন্যান্য লোকজনকে খুজে পাওয়া যায়নি। তবে খবর পেয়ে বিশ্ববিদ্যালয় কর্মরত কয়েকজন সাংবাদিক সেখানে উপস্থিত হয়ে নিজেরাই আলামত খুজতে থাকে। শেষ পর্যন্ত তারা ঘটনাটি গুজব বলে অভিহিত করে। বিষয়টি নিয়ে তারা হল প্রভোস্টটের সাথে যোগাযোগ করলে প্রভোস্ট জানায় বিষয়টি তিনি জানেন না। অন্যদিকে রাবির পূর্বদিকে ফায়ার সার্ভিস কার্যালয়ের পাশে মাটি কাটার সময় অস্ত্র পাওয়া গেছে এখবর পেয়ে পুলিশ প্রশাসন, বিশ্ববিদ্যালয় প্রশান ও সাংবাদিকরা সেখানে উপস্থিত হন। এখানেও এমন কিছু পাওয়া যায়নি।