ঢাকামঙ্গলবার , ৩০ মার্চ ২০২১
আজকের সর্বশেষ সবখবর

মৌলবাদীদের থামাতে না পারলে উন্নয়ন থমকে যাবে

Paris
  • মার্চ ৩০, ২০২১, ৯:১১ পূর্বাহ্ণ

অনলাইন ডেস্ক:  সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু বলেছেন, ‘দেশে মৌলবাদীরা মাথাচাড়া দিয়ে উঠেছে। তাদেরকে থামাতে হবে। তা না হলে দেশের উন্নয়ন শেষ হয়ে যাবে। দেশ আবারও পাকিস্তানে পরিণত হবে।’

আজ মঙ্গলবার (৩০ মার্চ) জাতীয় প্রেস ক্লাবে বৃহত্তর ময়মনসিংহ সাংবাদিক সমিতি- ঢাকার প্রীতিভোজ ও সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তথ্য প্রতিমন্ত্রী ডা . মুরাদ হাসান। সভাপতিত্ব করেন বৃহত্তর ময়মনসিংহ সাংবাদিক সমিতি- ঢাকার সভাপতি মোল্লা জালাল। উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক নুরুল হাসান খানসহ অন্যান্যরা।

আশরাফ আলী খান খসরু বলেন, ‘বাংলাদেশ কোনো অবস্থানে পেছনে নেই। দেশে প্রচুর উন্নয়ন হচ্ছে। করোনা মহামারীর সময় বাংলাদেশ থেমে যায়নি। বিশ্বের সব দেশের কাছে বাংলাদেশ রোল মডেল। পাশাপাশি পাকিস্তান, ভারত থেকে আমরা বিভিন্ন ক্ষেত্রেই এগিয়ে।’

তিনি আরও বলেন, ‘দেশ যখন এভাবে এগিয়ে যাচ্ছে তখন কিছু মৌলবাদী শক্তি ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে। সকলকে মিলেই তাদেরকে প্রতিহত করতে হবে।’

সাংবাদিকদের এ বিষয়ে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানিয়ে তথ্য প্রতিমন্ত্রী ডা . মুরাদ হাসান বলেন, ‘যারা উন্নয়নের বিরোধিতা করেছেন তাদের প্রতিহত করতে হবে। গণমাধ্যমকে অস্থিতিশীল পরিস্থিতিতে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।