স্পোর্টস ডেস্ক: মাস্টার্স ক্রিকেট কার্নিভালের শুক্রবারে দুইটি সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এ গ্রুপ চ্যাম্পিয়ন রাজশাহী বুলস্ ২৪ রানে বি গ্রুপ রানার্স আপ নর্দান টাইটানকে পরাজিত করে ফাইনালে এবং দ্বিতীয় সেমিফাইনালে বি গ্রুপ চ্যাম্পিয়ন কিংস ইলেভেন সিল্কসিটি তিন উইকেটে এ গ্রুপ রানার্স আপ রাজশাহী রয়েলসকে পরাজিত করে ফাইনালে উঠে।
শুক্রবার মহিলা কমপ্লেক্স মাঠে সকালে প্রথম সেমিফাইনালে টস জিতে নর্দান টাইটান প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানায় রাজশাহী বুলস্কে। নির্ধারিত ২০ ওভারে রাজশাহী বুলস্ ৮ উইকেট হারিয়ে ১৭৪ রান সংগ্রহ করে। দলের পক্ষে ফরহাদ ৫৫ ও আলম ৩৯ রান করেন। নর্দানের প্যারিস ১১ রানে ৩ উইকেট লাভ করেন।
১৭৫ রানে টার্গেটে ব্যাট করতে এসে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫০ রান সংগ্রহ করে নর্দান টাইটান। দলের পক্ষে রাসেল ২৭ ও শাওন ২২ রান করেন। বুলস্রে রানা ও কামা দুইটি করে উইকেট লাভ করেন।
একই মাঠে দিনের অপর সেমিফাইনালে কিংস ইলেভেন সিল্কসিটি তিন উইকেটে পরাজিত করে রাজশাহী রয়েলসকে। টস জিতে রয়েলস প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়ে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫৮ রান সংগ্রহ করে। দলের পক্ষে মন্টু ৩৭ ও রুপম এবং সাকিল ৩০ রান করেন। কিংস এর রবি, রুনু ও টরে ২টি করে উইকেট লাভ করেন।
১৫৯ রানে জয়ের লক্ষে ব্যাট করতে এসে ১৯.১ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬২ রান তুলে ফাইনালে উঠে যায় কিংস ইভেলেন। দলের পক্ষে টনি অপরাজিত ৪৩ ও জুয়েল অপরাজিত ২৬ রান করেন। রয়েলসের মুঞ্জুর ১২ রানে ২ উইকেট লাভ করেন।
শনিবার সকাল ৯টা শহীদ এএইচএম কামারুজ্জামান বিভাগীয় স্টেডিয়ামে কিংস ইলেভেন সিল্কসিটি ও রাজশাহী বুলস্ এর মধ্যে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হবে। খেলা শেষ রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করবেন।