অনলাইন ডেস্ক : দুর্গাপুরে সিগারেটের আগুনে পুড়লো ১১ কৃষকের ৯ বিঘা জমির পানের বরজ। এদিকে আগুন নেভাতে গিয়ে ইব্রাহিমসহ কয়েকজন আহত হন। আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। শুক্রবার (২ এপ্রিল) দুপুর ২টার দিকে উপজেলার গোপালপুর নামুপাড়া গ্রামের একটি মাঠে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুর্গাপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট দুইটি গাড়ী প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি কারেন ক্ষতিগ্রস্ত কৃষকরা।
দুর্গাপুর ফায়ার সার্ভিসের টিম লিডার আশরাফুল রহমান জানান, দুপুর ২টার দিকে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান দুপুর আড়াইটায়। এরপর দ্রুত অগ্নিনির্বাপণের কাজ শুরু করেন তারা। প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর বিকেল সাড়ে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। তার আগেই গ্রামের কৃষক, ইব্রাহিম, আজিজ,আব্দুস সাত্তার,আব্দুল মজিদ, কফের, ইছাহাক, ফজলু হকসহ প্রায় ১১ কৃষকের প্রায় ৯ বিঘা জমির পান পুড়ে ভস্মীভূত হয়ে যায়।