ঢাকাশুক্রবার , ২ এপ্রিল ২০২১
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

৮ মাসের শিশুকে বিমানবন্দরে ফেলে গেলেন সৌদিফেরত নারী

Paris
  • এপ্রিল ২, ২০২১, ১:৪৬ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: সৌদি আরব থেকে আসা এক নারী তার আট মাসের কন্যা শিশুকে ফেলে গেছেন ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে।

শিশুটি এখন বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) কাছে আছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন।

তিনি বলেন, শুক্রবার সকাল ৮টার দিকে বিমানবন্দরের বেল্ট এরিয়ায় একটি ট্রলির মধ্যে শিশুটিকে কাঁদতে দেখেন এপিবিএন এর এক সদস্য।

পরে সিসিটিভি ভিডিও পরীক্ষা করে দেখা যায়, রাতে সৌদি আরব থেকে আসা এক নারী সকালে শিশুটিকে সেখানে ফেলে রেখে যান।

অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর বলেন, বৃহস্পতিবার রাত ২টার দিকে সৌদি আরব থেকে ঢাকায় পৌঁছান ওই নারী। ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে ৫ নম্বর লাগেজ বেল্টের সামনে শিশুটিকে নিয়ে অবস্থান অবস্থান করছিলেন তিনি।

সকাল পর্যন্ত সেখানে থাকার পর ৮টার দিকে শিশুটিকে ট্রলিতে রেখে নিজের লাগেজ নিয়ে তিনি বেরিয়ে যান।

একই ফ্লাইটে ওই নারীর সঙ্গে আসা আসমা নামে আরেক যাত্রীর বরাত দিয়ে আলমগীর হোসেন বলেন, শিশুটির মা সৌদি আরবে কাজের জন্য গিয়েছিলেন। সেখানে একজনকে তিনি বিয়ে করেন। কিন্তু তাদের ডিভোর্স হয়ে যায়। তাদের ঘরেই মেয়েটির জন্ম। এখন মেয়েকে নিয়ে কোথায় যাবেন সেই দুশ্চিন্তায় বিমানে কয়েকবার কান্নাকাটিও করেছেন বলে আসমা পুলিশকে জানিয়েছেন।

আলমগীর হোসেন জানান, পুলিশের এক নারী সদস্য শিশুটিকে মেস থেকে দুধ খাওয়াচ্ছেন এবং দেখভাল করছেন।

সিসিটিভি ভিডিও দেখে ওই নারীকে চিহ্নিত করার চেষ্টা চলছে জানিয়ে অতিরিক্ত পুলিশ সুপার বলেন, শিগগিরই ওই নারীর পরিচয় পাওয়া যাবে।