পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: পার্বতীপুরে আদিবাসী ও উপজাতি পল্লির বারোকোনার কলম সরেন-আলমা সরেন মাঠে “বাহা পরব” উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এই অনুষ্ঠানে ভারতীয় সহকারী হাই কমিশনার রাজশাহী সঞ্জিব কুমার ভাট্টি বলেন, বাংলাদেশ ও ভারতের সম্পর্ক যেন রক্তের বন্ধন। দু’দেশের পরস্পর বন্ধু সুলভে ছিট মহল ও সমুদ্রসীমা নির্ধারণসহ সকল সমস্যা দূরীকরণ ও আদীবাসীদের (উপজাতি) ভূমি সমস্যা সমাধান ও তাদের উন্নয়নের আশ্বাস দেন।
তিনি বলেন, ২০১৯ সালে ১৬ লাখ বাংলাদেশীকে ভিসা প্রদান করা হয়েছে। সকলকে প্রাণঘাতী করোনা থেকে সাবধান থাকতে সামাজিক দূরত্ব বজায় রেখে, মাস্ক পরিধানের আহবান জানান।
গত শুক্রবার পার্বতীপুর উপজেলার বারকোনা গ্রামে কলম সরেন-আলমা সরেন মাঠে আলোচনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোরঞ্জন শীল গোপাল এমপি।
বাহা উৎসবে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ সরেন, দিনাজপুর সরকারি কলেজের অধ্যাপক ড. মাসুদুল হক, পার্বতীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুল ইসলাম প্রামাণিক, পার্বতীপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আমজাদ হোসেন।
স্বাগত বক্তব্য রাখেন বাহা উৎসবের আহবায়ক বাসন্তী মুর্মু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাতীয় আদিবাসী পরিষদের তথ্য ও গবেষণা সম্পাদক মানিক সরেন। বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত আদীবাসীদের ঐতিহ্যবাহী বাহা উৎসবে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।