নিজস্ব সংবাদদাতা, নওগাঁ: শনিবার (৩এপ্রিল) সকাল সাড়ে ১১টায় নওগাঁ জেলা শহরে করোনা ভাইরাস থেকে সতর্ক থাকতে প্রাচরনা এবং মাস্ক বিতরণ করলেন, জেলা প্রশাসক মোঃ হারুন-অর-রশীদ। এসময় শহরের বিভিন্ন এলাকায় সর্বস্তরের সাধারণ মানুষকে ব্যক্তিগতভাবে সুরক্ষিত থাকতে এবং অন্যকে সুরক্ষিত রাখতে সর্বাত্মক সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়।
জেলা প্রশাসক মোঃ হারুন-অর-রশীদ সরাসরি উপস্থিত হয়ে শহরের পুরনো বাস ষ্ট্যন্ড থেকে শুরু করে মাংসহাটির মোড়, কাঁচা বাজার, চাউল বাজার, মুরগীবাজার, মাছ বাজার, মিষ্টি বাজার এবং এসব সংলগ্ন এলাকায় মাস্ক পরিধান, সামাজিক দুরত্ব বজায় রাখাসহ স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানিয়েছেন তিনি।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উত্তম কুমার রায়, ডেপুটি সিভিল সার্জন ডাঃ মঞ্জুর এ মোরশেদ, সদর উপজেলা নির্বাহী অফিসার মীর্জা ইমাম উদ্দিন, নওগাঁ জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার মোঃ হারুন-অল-রশিদ, নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি বিশ্বজিৎ সরকার মনি, সাধারণ সম্পাদক মীর মোশারফ হোসেন জুয়েলসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় জেলা প্রশাসনের নিজস্বভাবে তৈরী প্রায় ১ হাজারেরও বেশী মাস্ক বিতরণ করা হয়। এ সময় মাস্ক না পড়ার কারনে ৩ ব্যক্তির জরিমানা করা হয়।