ঢাকাশনিবার , ৩ এপ্রিল ২০২১
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় এসআইকে ছুরিকাঘাত

Paris
  • এপ্রিল ৩, ২০২১, ৮:১৮ পূর্বাহ্ণ

অনলাইন ডেস্ক: বগুড়া সদর উপজেলায় রবিউল ইসলাম (৩০) নামে পুলিশের এক উপ-পরিদর্শককে (এসআই) ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। তিনি বগুড়া পুলিশ লাইন্সে কর্মরত।

শুক্রবার রাত ৮টার দিকে বগুড়া সরকারি আজিজুল হক কলেজের বিজ্ঞান ভবনের পেছনে এ ঘটনা ঘটে।

ঘটনার পর উদ্ধার করে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে স্টেডিয়াম পুলিশ ফাঁড়ির এসআই জাহাঙ্গীর আলম বলেন, আহত রবিউল ইসলাম ঘটনার পরে আমাদের জানালে দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। তার মুখে ও ঠোঁটে ছুরিকাঘাত করা হয়েছে।

আহত রবিউল জানিয়েছেন, চার থেকে পাঁচজন যুবক তার ওপর অতর্কিত হামলা চালান। তবে এ হামলার কারণ তিনি জানাতে পারেননি।

বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল ও মিডিয়া মুখপাত্র) ফয়সাল মাহমুদ বলেন, রবিউল আজিজুল হক কলেজে হাঁটছিলেন। এ সময় অচেনা কয়েকজন হঠাৎ তার ওপর হামলা করেন। তবে কেন এ হামলা হয়েছে, তা এখনও আমরা নিশ্চিত নই।

এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটক করার চেষ্টা চলছে বলেও জানিয়েছেন তিনি।