ঢাকাশনিবার , ৩ এপ্রিল ২০২১
আজকের সর্বশেষ সবখবর

বন বিভাগের পর্যটন কেন্দ্র আজ থেকে দুই সপ্তাহের জন্য বন্ধ

Paris
  • এপ্রিল ৩, ২০২১, ৮:৫১ পূর্বাহ্ণ

অনলাইন ডেস্ক:  করোনার সংক্রমণ প্রতিরোধে গাজীপুর ও ডুলাহাজরার বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক এবং সুন্দরবনসহ বন বিভাগের আওতাধীন সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করা হয়েছে।

এর আগে গতকাল শুক্রবার (২ এপ্রিল) বন বিভাগের পক্ষ থেকে এই নির্দেশনা দেওয়া হয়। আজ শনিবার (৩ এপ্রিল) থেকে পরবর্তী দুই সপ্তাহের জন্য এসব পর্যটন কেন্দ্র বন্ধ থাকবে বলে নির্দেশনায় বলা হয়।

বন অধিদপ্তরের উপ প্রধান বন সংরক্ষক গোবিন্দ রায় বলেন, ‘আজ শনিবার (৩ এপ্রিল) থেকে আগামী ১৫ এপ্রিল পর্যন্ত সাফারি পার্কসহ বন বিভাগের সব পর্যটন পার্কে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ রাখতে নির্দেশনা দিয়েছে বন অধিদপ্তর। ১৫ এপ্রিলের পর পরিস্থিতি বুঝে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।

বন বিভাগের আওতায় দেশে ৪৯টি স্থানে ইকোট্যুরিজম পরিচালিত হয়। করোনার দ্বিতীয় ঢেউ ও সংক্রমণ রোধে গতকাল শুক্রবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকার মিরপুরে অবস্থিত জাতীয় চিড়িয়াখানা ও রংপুর চিড়িয়াখানা দর্শনার্থীদের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।