ঢাকারবিবার , ৪ এপ্রিল ২০২১
  • অন্যান্য

পবায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে গরু ঘর নির্মাণ ও খাদ্যসামগ্রী বিতরণ

  • এপ্রিল ৪, ২০২১, ৫:২৩ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: পবায় প্রাণী সম্পদ অফিসের উদ্যোগে সমতল ভূমিতে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মধ্যে সংকর জাতের বকনা গরু, ঘর নির্মাণ ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

রোববার (৪এপ্রিল) ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণি সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলার ৩৪টি পরিবারের মাঝে গরু, ঘর নির্মাণ ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

অতিথি থেকে এসব বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী। অনুষ্ঠানে আরও অতিথি ছিলেন জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ড. মোহা. ইসমাইল হক।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শিমুল আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মো. মনিরুল ইসলাম। বক্তব্য রাখেন প্রাণি সম্পদ সম্প্রসারণ অফিসার ডা. ওয়াহিদুর রহমান।