ঢাকারবিবার , ৪ এপ্রিল ২০২১
  • অন্যান্য

প্রতিবন্ধীদের মাঝে সাবান, মাস্ক ও হ্যান্ড স্যানেটাইজার বিতরণ

  • এপ্রিল ৪, ২০২১, ২:২৬ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: আজ রবিবার সকালে নগরীর নওদাপাড়া পিএসএস সভাকক্ষে উন্নয়ন সংস্থা রুরাল এ্যান্ড আরবান ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (রুডো) ও জাতীয় প্রতিবন্ধী যুব ফোরাম এর উদ্যেগে ও রুপরেখা কিশোর মেলার সহযোগিতায় সামাজিক সচেতনতা কর্মসূচীর আওতায় প্রতিবন্ধী ব্যাক্তিদের মাঝে সাবান, মাস্ক ও হ্যান্ড স্যানেটাইজার বিতরণ করা হয়। অনুষ্ঠানে রুডো এর নিবার্হী পরিচালক মোঃ সোহাগ আলীর সভাপতিত্বে মাস্ক, সাবান ও হ্যান্ড স্যানেটাইজার বিতরণ কারে।  সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের সহসভাপতি সাইম আলী সনি, রুডো এর কোষাধক্ষ আব্দুল খালেক, অর্পিত সম্পত্তি লীজ গ্রহীতা কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, ১৭ নং ওয়ার্ড সেচ্ছাসেবক লীগের সভাপতি বুলবুল আহম্মেদ ও প্রতিবন্ধী স্বনির্ভর সংস্থার সভাপতি মমিনুল ইসলাম ও বৃস্টি নারী কল্যাণ সংস্থার সভানেত্রী লুৎফুন নাহার উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অতিথিবৃন্দ বলেন করোনারা দ্বিতীয় ঢেউ বর্তমানে দেশজুড়ে বেড়েই চলেছে করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। করোনাকালীন সময় সকলকে সামাজিক সচেতনতা বাড়ানো ও সরকারি নির্দেশনা মেনে চলার আহবান জানান।