অনলাইন ডেস্ক: লকডাউনে ব্যবসা প্রতিষ্ঠান খুলতে নাদিলে আন্দোলনের হুমকি দিলেন ব্যবসায়ী ঐক্য পরিষদ।
রবিবার (৪এপ্রিল) বেলা ১২টায় নগরীর আর.ডি.এ মার্কেটের ব্যবসায়ী ঐক্য পরিষদের কার্যালয়ে সংবাদ সম্মেলন তারা একথা জানান। লিখিত বক্তব্যে সংগঠনের সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান সজল বলেন, সীমিত আকারে যদি কলকারখানা অন্যান্য প্রতিষ্ঠান খোলা থাকে তাহলে সীমিত আকারে স্বাস্থ্য বিধি, সামাজিক দূরত্ব বজায় রেখে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখা যাবে না কেন? লকডাউনে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকলে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবে। প্রথম ধাপের করোনার কারনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা এখনো ক্ষতি সামলে উঠতে পারেনি।
বিভিন্ন প্রশ্নের উত্তরে সংগঠনের সাধারন সম্পাদক ফরিদ মাহমুদ হাসান বলেন দাবী না মানা হলে ব্যবসায়ীদের নিয়ে রাস্তায় আন্দোলনে নামবে তারা।