অনলাইন ডেস্ক: করোনার ঊর্ধ্বগতি সংক্রমণের কারণে ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থীদের এ্যাসাইনমেন্ট প্রদান স্থগিত করা হয়েছে।
আগামী ৫ এপ্রিল থেকে ১১ এপ্রিল এ কার্যক্রম বন্ধ থাকবে।
মন্ত্রীপরিষদ বিভাগের সিদ্ধান্তের আলোকে রোববার এ সংক্রান্ত একটি আদেশ জারি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর।
এতে স্বাক্ষর করেন পরিচালক মো. বেলাল হোসেন।
আদেশে বলা হয়, মন্ত্রীপরিষদের স্মারকের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, করোনা ভাইসার সংক্রমণের বিদ্যমান পরিস্থিতিতে অ্যাসাইনমেন্ট কার্যক্রম স্থগিত করা হলো।