ঢাকারবিবার , ৪ এপ্রিল ২০২১
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

সৌমিত্র যাওয়ার চারমাস পর স্ত্রী দীপাও চলে গেলেন

Paris
  • এপ্রিল ৪, ২০২১, ৭:৪৬ পূর্বাহ্ণ

অনলাইন ডেস্ক: পশ্চিমবঙ্গের কিংবদন্তী অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের স্ত্রী দীপা চট্টোপাধ্যায় মারা গেছেন। রোববার ভোরে মৃত্যুবরণ করেন তিনি। তার বয়স হয়েছিল ৮৩ বছর। সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।

চার মাস আগেই প্রয়াত হন অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। গত বছর ১৫ নভেম্বর মৃত্যু হয় তার। স্বামীর মৃত্যুর পর ভেঙ্গে পড়েছিলেন দীপা চট্টোপাধ্যা। অবশেষে চলে গেলেন তিনিও।

আনন্দবাজার ডিজিটাল সৌমিত্রের মেয়ে পৌলমী বসুর বরাতে জানায়, কিডনি বিকল হয়ে রোববার রাত ২টা ৫৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দীপা।

পৌলমী আরও জানান, মূলত তার বাবা চলে যাওয়ার পরেই বাঁচার সমস্ত আগ্রহ হারিয়ে ফেলেছিলেন দীপা। এছাড়াও, তিনি ডায়াবেটিসে ভুগছিলেন ৪৫ বছর ধরে।

১৯৬০ সালে সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে বিয়ে হয় তুখোড় ব্যাডমিন্টন খেলোয়াড় দীপার।

দীপা রেখে গেছেন ২ সন্তান সৌগত চট্টোপাধ্যায় ও পৌলমী বসুকে।