অনলাইন ডেস্ক: আমরা এমন অনেক কিছু জিনিস করি যা আমাদের সাময়িক ভালো লাগে। কিন্তু জানেন কি সেগুলিই আমাদের মৃত্যু ডেকে আনতে পারে? হ্যাঁ, এমন কিছু কাজ আমরা হয়তো অনেকেই প্রতিদিন করে থাকি। তবে এই ছোট ছোট ব্যাপারগুলোই আপনাকে শেষ করে দেওয়ার পক্ষে যথেষ্ট। নিচে জানানো হলো সেই কাজগুলির ব্যাপারে। সেগুলি জেনে নিন।
১. ৭০ কাপ কফি: ৭০ কাপ কফিতে যে পরিমাণ ক্যাফেইন মজুদ থাকে তা একজন প্রাপ্তবয়স্ক মানুষের হৃদযন্ত্রকে বিকল করে দেওয়ার পক্ষে যথেষ্ট। আবার কার্ডিয়াক অ্যারেস্টও হতে পারে। পরপর ৭০ কাপ কফি মানুষকে মেরে ফেলতে পারে।
২. জলে মাথা ডুবিয়ে রাখলে: গরমকালে অনেকের অভ্যেস থাকে কোনো বড়ো পাত্রে জল নিয়ে তার মধ্যে মাথা ডুবিয়ে রাখা। সাধারণ মানুষ কারুর কোনও সাহায্য ছাড়া একটানা ৪ মিনিট মাথা ডুবিয়ে রাখলে মস্তিষ্কে আঘাত লেগে গিয়ে অসুস্থ হয়ে পড়বে। আর টানা ৬ মিনিট কেউ এমন করলে নিশ্চিত মৃত্যুর মুখে ঢলে পড়তে পারে। তবে এই বিষয়ে প্রশিক্ষিতরা ২০ মিনিট জলে মাথা ডুবিয়ে থাকতে পারে।
৩. চড়া মিউজিক: গান শুনতে সবারই ভাল লাগে। ,মন ভালো থাকুক কী খারাপ অনেকেই এমনি অভ্যেসবশতঃ অন্ধকার ঘরে একা বসে বা শুইয়ে মন কে শান্তি দিতে জোরে আওয়াজে গান শোনেন। কিন্তু সেটাও মৃত্যুর কারণ হতে পারে জানেন কি আপনারা? ১৮৫ ডেসিবেলের বেশি শব্দের মিউজিক মানুষ সহ্য করতে পারে না। ফলে সেই সীমানা পেরোলেই মানুষের মৃত্যু নিশ্চিত করে। ওই অত ডেসিবেলের মিউজিকের বায়ুচাপ মানুষের ফুসফুসে বা হার্টে আঘাত হানে। আর তাতে মৃত্যু নিশ্চিত।
৪. কেউ অনেক লম্বা হলে: ১৯৩০ সালে বেঁচে থাকা রবার্ট নামের এক ব্যক্তির উচ্চতা ছিল ৮ ফুট ১১ইঞ্চি। মাত্র ২২ বছর বয়েসে মারা যাওয়ার কারণ হিসেবে ডাক্তররা বলেছিলেন অত্যধিক উচ্চতার চাপে রবার্টের হাড় চাপ সহ্য করতে অক্ষম হয়ে পড়েছিল। অত্যধিক উচ্চতার কারণেই তার অকাল মৃত্যু হয়েছে।