ঢাকাবুধবার , ৭ এপ্রিল ২০২১
  • অন্যান্য

রাজশাহীতে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ আহত ১

  • এপ্রিল ৭, ২০২১, ১:৩৬ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: রাজশাহী মহানগরীর উপকন্ঠে মুরারীপুর এলাকায় ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে এক দম্পতিসহ ৩ জন নিহত ও ১ জন আহত ।

বুধবার (৭এপ্রিল) রাজশাহী মহানগরীর দামকুড়া থানার মুরারীপুর এলাকায় ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়। এবং ১ জন আহত হয়েছে। দুপুর ৩টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার ঘোসিয়াল পাড়া এলাকার ইছাহাক বিহারীর পুত্র সিএনজি চালক আনছার আলী (৪২) গাড়ীর যাত্রি ফেরদৌসি ( ৪৭), ফেরদৌসির স্বামী সাত্তার (৫৭)। এবং গোদাগাড়ি এলাকার শুভ নামে একজন আহত হয়। করোনার মাঝে দূরপাল্লার গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা থাকলেও নিয়োমের তোয়াক্কা না করে চলাচল করছে দূরপাল্লার গাড়ী। ফলে ফাকা রাস্তায় বেপরোয়া গাড়ি চলাচলের কারনে এদূর্ঘটনা।

জানা যায় নিহত ফেরদৌসির অসুস্থ ছিলেন। তাকে নিয়ে তার স্বামী সাত্তার সিএনজিতে করে গোমস্তাপুর থেকে রাজশাহী হাসপাতালে চিকিৎসার উদ্দেশ্যে নিয়ে আসছিলেন। এসময় মুরারীপুর এলাকায় রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জগামী ট্রাক (ঢাকা মেট্রো ট-১৪-১৪৬৫) এর সাথে সিএনজিটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজি চালক আনসার ও অসুস্থ রোগি ফেরদৌসি মারা যান। আহত অবস্থায় ফেরদৌসির স্বামী সাত্তার ও গোদাগাড়ির শুভ কে হাসপাতালে নেয়া হয়। হাসপাতালে মারা যান ফেরদৌসির স্বামী সাত্তার। তবে শুভ সুস্থ রয়েছে।

দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরের সিনিয়র স্টেশন অফিসার আব্দুর রউফের নেতৃত্বে একটি দল ও কাশিয়াডাঙ্গা ফায়ার স্টেশনের আরেকটি দল ঘটনাস্থলে পৌছে আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে ও নিহতদের উদ্ধার করে কাশিয়াডাঙ্গা থানার অফিসার ইনচার্জের নিকট হস্তান্তর করে। ঘটনাস্থল পরিদর্শন ও উদ্ধার কাজে দিক নির্দেশনা দেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরের উপসহকারী পরিচালক জাকির হোসেন।