ঢাকাশুক্রবার , ১৪ মে ২০২১
  • অন্যান্য

অমিতাভ থেকে সারা আলি খান, অনুরাগীদের ঈদের শুভেচ্ছা বলিউড সেলেবদের

  • মে ১৪, ২০২১, ৮:১৭ পূর্বাহ্ণ

মুম্বই: দেশজুড়ে আজ পালিত খুশির ঈদ। করোনা কালে কাছাকাছি গিয়ে কোলাকুলির রাস্তা বন্ধ। তাই বাড়িতে বসেই চলছে শুভেচ্ছা বিনিময়ের পালা। কখনও ফোন করে, কখনও আবার সোশ্যাল মিডিয়ার সাহায্যে চলছে কুশল বার্তার আদানপ্রদান। আজকের দিনে বলিউড সেলেবরাও তাঁদের অনুরাগীদের উদ্দেশ্যে শুভেচ্ছা বার্তা প্রেরণ করেছেন।

অমিতাভ বচ্চন টুইটারে একটি ছবি শেয়ার করে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।

অভিষেক বচ্চনও টুইটারে শেয়ার করেছেন একটি ছবি। সঙ্গে লিখেছেন, “ঈদ মুবারক।”

সোনম কাপুর তাঁর ছবি ‘সাওয়রিয়া’ থেকে এতটি ক্লিপ পোস্ট করেছেন। সঙ্গে লিখেছেন, “আমার ভাই ও বোনেদের ঈদ মুবারক।”

শাহিদ কাপুর শুভেচ্ছা জানিয়েছেন টুইটারে। লিখেছেন, “চাঁদ মুবারক। ইদ মুবারক।”

ভূমি পেডনেকর সবচেয়ে নিজের মতো করে উদযাপন করছেন ঈদ। বাড়িতে শের কুর্মা বানিয়েছেন তিনি। ছোটোবেলা এই দিনে তিনি খুব আনন্দ করতেন। নিজের টুইটারে এ কথা লিখেছেন ভূমি- “ঈদ মুবারক। আজকের প্ল্যান হল শের কুর্মা খাব। আর প্রচুর পজিটিভ এনার্জি সঞ্চয় করব। আমি আমার ঈদ মিস করছি। ছোটোবেলায় খুব আনন্দে দিনটা কাটত।” এরপর nostalgic ও CovidWarrior হ্যাশট্যাগ দিয়েছেন ভূমি। বোঝাই যাচ্ছে ঈদের দিনে করোনার প্রকোপ তাঁর মনে প্রভাব ফেলেছে।

প্রীতি জিন্টা সবাইকে সুস্থ থাকার কথা বলেছেন ঈদে। টুইটারে তিনি লিখেছেন, “সবাইকে ঈদ মুবারক। বাকি বছরটায় সর্বশক্তিমান আমাদের শক্তি, সুস্বাস্থ্য ও আনন্দ দিক।”

অনুরাগীদের সুস্থ ও সুরক্ষিত ঈদ পালন করার কথা বলেছেন সিদ্ধার্থ মালহোত্রা। “এই ঈদেবিশ্বের মানুষের সুস্বাস্থ্য ও সুরক্ষা কামনা করি।”

সারা আলি খান ইনস্টাগ্রামে ভাই ইব্রাহিমের সঙ্গে একটি ছবি পোস্ট করে সবাইকে সুরক্ষিত থাকার প্রার্থনা জানিয়েছেন।