আনোয়ার হাসান চৌধুরী, সিবিডি নিউজ : প্রতি বছরের ন্যায় এবছরও ৩য়বারের মতো শুরু হচ্ছে শেখ হাসিনা বইমেলা-২০২২।
বৃহস্পতিবার ২২ সেপ্টেম্বর চারদিনের এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হবে।
জেলা প্রশাসন, জেলা ছাত্রলীগ এবং সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর সার্বিক সহযোগিতায় বইমেলায় এবার সেরা বই সংগ্রাহক কে হবেন। সর্বোচ্চ সংগ্রহকারি হিসেবে কে পাচ্ছেন সম্মাননা বইপ্রেমি, কবি, লেখক, সাংবাদিক, বইপড়ুয়াদের মাঝে আলোচনা চলছে।

এই আলোচনায় উঠে আসছে কক্সবাজার জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক-মেয়র মুজিবুর রহমান, সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য কানিজ ফাতেমা মোস্তাক, কক্সবাজার পৌর আওয়ামী লীগ সভাপতি নজিবুল ইসলাম এবং সদর উপজেলা চেয়ারম্যান কায়সারুল হক জুয়েল এর নাম। এবার অপেক্ষা মেলার শেষ সময় পর্যন্ত। কে সেরা সংগ্রহকারি হিসেবে সম্মাননা পেতে যাচ্ছেন?
বিজয়বাংলা’কে বঙ্গবন্ধু স্টাডি সার্কেলের মূখ্য সমন্বয়ক কবি মানিক বৈরাগী জানান, কবি, লেখক, বইপ্রেমী, বইপড়ুয়া এবং সৃজনশীল মানুষদের আনন্দ দিতে বই মেলার আয়োজন। সকলের উপস্থিতি কামনা করছি।