ঢাকাশনিবার , ২৬ নভেম্বর ২০২২
  • অন্যান্য

সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবেলায়

কক্সবাজারে প্রধানমন্ত্রীর ৭ ডিসেম্বরের জনসভা সফল করতে হবে

  • নভেম্বর ২৬, ২০২২, ৩:৪৫ অপরাহ্ণ

•প্রত্যাগত প্রবাসী আওয়ামী ফোরামের কর্মী সভা 

আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার : ৭ই ডিসেম্বর ২০২২ বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কক্সবাজার আগমন উপলক্ষে প্রত্যাগত প্রবাসী আওয়ামী ফোরাম কক্সবাজার জেলার কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ২৬ নভেম্বর দুপুরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে প্রত্যাগত প্রবাসী আওয়ামী ফোরাম কক্সবাজার জেলা আহবায়ক জিয়াউল হক জিয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব লিয়াকত আলী হায়াতের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগ সহ সভাপতি রেজাউল করিম।

বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ইউনুস বাংগালী, সদস্য আবুল মনছুর চৌধুরী, উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রাসেল চৌধুরী, ঈদগাঁও উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহবায়ক মোহাম্মদ মুহিদুল্লাহ ও টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম সিকদার।

শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন প্রত্যাগত প্রবাসী আওয়ামী ফোরাম কক্সবাজার জেলার সদস্য নুর আলম।

বক্তব্য রাখেন ঈদগাঁও উপজেলা কমিটির আহবায়ক রাশেদুল আলম চৌধুরী, যুগ্ম আহবায়ক ডা. সেলিম উল্লাহ, টেকনাফ উপজেলা কমিটির আহবায়ক মাস্টার আবুল কালাম, যুগ্ম আহবায়ক রফিক কোম্পানি, সদস্য সচিব আলহাজ্ব নুরুল আমিন, উখিয়া উপজেলার কমিটির আহবায়ক শামসুল আলম বাবুল, সদস্য সচিব ছালামত উল্লাহ, রফিকুল ইসলাম আজাদ ও বদিউল আলম প্রমুখ। এছাড়াও জেলা, উপজেলাসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন। এতে দুপুরে ২শ’ নেতা-কর্মীদের ভোজে অপ্যায়ন করা হয়।

সভায় প্রধান অতিথি বলেন, প্রত্যাগত প্রবাসী আওয়ামী ফোরাম দেশের বিভিন্ন প্রান্তের বিদেশে অবস্থানরত বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, আওয়ামী লীগের সহযোদ্ধাদের প্রাণের সংগঠন। কক্সবাজার জেলায় এ সংগঠনের সাংগঠনিক কার্যক্রমে আমরা সন্তুষ্ট। সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবেলায় সকলকে ঐক্যবদ্ধ থাকার পাশাপাশি মিছিল সহকারে প্রধানমন্ত্রীর ৭ই ডিসেম্বরের জনসভা সফল করার আহবান জানান তিনি।