ঢাকাবৃহস্পতিবার , ১ ডিসেম্বর ২০২২
  • অন্যান্য

Cox's Bazar

কক্সবাজার আবাসিক হোটেল মালিক সমিতির সভায় পর্যটকদের সর্বোচ্চ সেবার প্রত্যয়

Paris
  • আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার

    ডিসেম্বর ১, ২০২২, ১১:৩০ অপরাহ্ণ

প্রতীকী ছবি।

কক্সবাজার আবাসিক হোটেল মালিক সমিতির এক সভা বৃহস্পতিবার ১ ডিসেম্বর সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে।

সমিতির সভাপতি সিরাজুল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রমজান আলী সিকদারের পরিচালনায় সভায় সমিতির নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

সভায় সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, কক্সবাজার পৌর শহরের সুন্দর পরিবেশ বজায় রাখার স্বার্থে এবং দেশি-বিদেশি পর্যটকদের ভ্রমণ আনন্দ পরিপূর্ণ করণে কোনপ্রকার বেআইনী কর্মকাণ্ড করা যাবে না। সমস্ত অনিয়ম, অসুন্দর এবং অসামাজিক কার্যকলাপ থেকে বিরত থাকতে হবে।

হোটেলে অবস্থানরত ভাড়া নেওয়া সকল গ্রাহক ও অতিথিদের কাছ থেকে এনআইডি, মোবাইল নাম্বার ও বিস্তারিত তথ্য সংগ্রহ পূর্বক রুম ভাড়া নিশ্চিত করতে হবে। এসব বিষয় যথাযথ বাস্তবায়নে সমিতির সকল প্রতিষ্ঠানের মালিক, পরিচালক, ম্যানেজার এবং ব্যবস্থাপকদের নির্দেশনা প্রদান করা হয়েছে।