মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ ব্র্যান্ডিং বিষয়ে বিশেষ ধরনের প্রচার কার্যক্রম বাস্তবায়নের আওতায় ‘ভিডিও কলের মাধ্যমে উন্মুক্ত বৈঠক’ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল কক্সবাজার জেলা তথ্য অফিসের আয়োজনে সদর উপজেলার ভারুয়াখালী ইউনিয়নের ভারুয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠানে ভিডিওকলে সংযুক্ত হন গণযোগাযোগ অধিদপ্তরের উপপরিচালক ফাহিমা জাহান। তিনি প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ উপস্থিত সবাইকে ব্যাখ্যা করে বক্তব্য প্রদান করেন।
উপস্থিত ছিলেন সহকারী তথ্য অফিসার মোঃ মিজানুর রহমান, প্রধান সহকারী মকবুল আহমদ ও অত্র স্কুলের প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
বিজয় বাংলা নিউজ প্রতিদিন’কে জেলা তথ্য অফিসার শাহাদাত হোসেন রাকিব জানান, চলমান বিশেষ প্রচার কার্যক্রম অব্যাহত থাকবে। তথ্য অফিসের আয়োজনে সকলকে পাশে পাবো আশা করছি।