ঢাকাশনিবার , ৩ ডিসেম্বর ২০২২
  • অন্যান্য

Prime Minister

প্রধানমন্ত্রীর জনসভার ব্যাপক প্রস্তুতি কক্সবাজার পৌর ১নং ওয়ার্ড আওয়ামী লীগের

  • আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার

    ডিসেম্বর ৩, ২০২২, ১০:২৫ অপরাহ্ণ

আগামী ৭ ডিসেম্বর বঙ্গবন্ধু তনয়া, বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কক্সবাজার শুভ আগমন উপলক্ষে কক্সবাজার পৌর আওয়ামী লীগের আওতাধীন
১নং ওয়ার্ডের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ৩ ডিসেম্বর বিকেলে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা।

বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী। প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান।

১নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আতিক উল্লাহ কোম্পানির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইয়াহিয়া খানের পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগ সভাপতি নজিবুল ইসলাম, সহ সভাপতি এনামুল হক, আসিফ উল মওলা, ডা. পরিমল কান্তি, সাধারণ সম্পাদক উজ্জ্বল কর, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মিজানুর রহমান ও সাবেক জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মোরশেদ হোসাইন তানিম প্রমুখ।

সভায় জনসভা সফল করতে সকলের আন্তরিক সহযোগিতার পাশাপাশি সমিতিপাড়া, কুতুবদিয়া, ফদনারডেইলসহ পুরো ওয়ার্ড থেকে বিপুল মানুষের উপস্থিতি থাকবে বলে জানানো হয়।