ঢাকামঙ্গলবার , ২৪ জানুয়ারি ২০২৩
  • অন্যান্য

price of chicken is 2 lakhs

পায়ের ওজন ৩ কেজি! একটি মুরগির দাম ২ লাখ টাকা

Paris
  • অনলাইন ডেস্ক

    জানুয়ারি ২৪, ২০২৩, ৩:৫৭ অপরাহ্ণ

মুরগি দাম ২ লাখ টাকার কথা শুনে চোখ কপালে ওঠলেও এটাই সত্য। ড্রাগন জাতের এই অদ্ভুত মুরগির স্থানীয় নাম ‘ডং তাও’। মুরগিটির আকর্ষণের দিক হচ্ছে তার পা। যার একটি পায়ের ওজন দেড় কেজি।

জানা যায়, এই জাতের মুরগি বাণিজ্যিক চাষ করা হয় ভিয়েতনামে। ভিয়েতনামের উত্তরাঞ্চলের একটি গ্রামের নামকরণে মুরগিটির নাম ‘ডং তাও’ রাখা হয় । সেখানেই সবচেয়ে বেশি ড্রাগন মুরগির চাশ করা হয়। কালো লালচে রংগের মুরগিটির এক একটা পা লম্বায় একটি ইটের মত দেখতে। যার একটি পায়ের ওজন দেড় কেজির মত হয়ে থাকে। যা মোট মুরগির অজনের পাঁচ ভাগের এক ভাগ। ড্রাগন মুরগির ওজন ৫ থেকে ১০ কেজি পর্যন্ত হয়ে থাকে। একটি বড় মুরগির দাম ২০০০ হাজার ডলারেও বিক্রি হয়, যার বাংলাদেশে বাজার মূল্য ২ লাখ টাকার বেশি।

বিজনেস ইনসাইডারের প্রতিবেদনে বলা হয়, বিরলতম মুরগির জাতের মধ্যে একটি হল এই ড্রাগন মুরগি। ড্রাগন মুরগি গড়ে ৬ থেকে ৭ বছর বাঁচে। প্রজনন হার খুবই কম। একটি মুরগি মাত্র ১০-১৫টি ডিম দেয়। ডিম ফুটে বাচ্চা প্রাপ্তবয়স্ক হতে সময় লাগে ৮ থেকে ১২ মাস, যেখানে সাধারণ মুরগি মাত্র ১৬ থেকে ২০ সপ্তাহ সময় নেয়। চন্দ্র নববর্ষে ভিয়েতনামের অন্যতম জনপ্রিয় খাবার ‘টেট’ বানানোর প্রধান উপকরণ এই ড্রাগন মুরগি।এসব কারণেই এ মুরগির বাজারমূল্য অনেক চড়া হয়ে থাকে।