ঢাকামঙ্গলবার , ৭ মার্চ ২০২৩
  • অন্যান্য

Mia Khalifa

নিজের গোপন শখের কথা প্রকাশ্যে আনলেন মিয়া খলিফা

  • অনলাইন ডেস্ক

    মার্চ ৭, ২০২৩, ৫:৪২ অপরাহ্ণ
বিভিন্ন কায়েদার পোশাক পড়ে বারে বারেই মিরা উঠে আসেন সংবাদমাধ্যমের শিরোনামে। ছবি: সংগৃহীত।

‘বড়দের’ ছবিতে মাত্র তিন মাস অভিনয় করেছেন। তবে ওই ক’মাসেই যাবতীয় খ্যাতি বা কুখ্যাতি লুটে নিয়েছেন মিয়া খলিফা। বছর সাতেক আগে নীল ছবির দুনিয়াকে বিদায় জানালেও, আজও তার রেশ কাটেনি। সমাজমাধ্যমে এখনও তাঁকে নিয়ে চর্চার শেষ নেই। এখন তিনি ফ্যাশন ইনফ্লুয়েন্সার। বিভিন্ন কায়েদার পোশাক পড়ে বারে বারেই মিরা উঠে আসেন সংবাদমাধ্যমের শিরোনামে। বেশ কিছুদিন হল কাজের সূত্রে ইউরোপে রয়েছেন মিয়া। ফ্যাশনের অনুষ্ঠানে যোগ দিনে গিয়ে তাঁকে ঘুরতে হয়েছে প্যারিস, ফ্রান্স, ইতালি।

সম্প্রতি সমাজমাধ্যমে নিজের সম্পর্কে এক গোপন কথা ফাঁস করলেন তিনি। মিয়াকে নিয়ে কৌতূহলের শেষ নেই। মাঝেমধ্যেই সমাজমাধ্যমে মিয়াকে নানা রকম প্রশ্ন করা হয়, তিনি আজকাল কী করেন? কার সঙ্গে থাকেন? বিয়ে করেছেন কি— আরও কত

সম্প্রতি সমাজমাধ্যমে নিজের সম্পর্কে এক গোপন কথা ফাঁস করলেন মিয়া। ছবি: সংগৃহীত।

সম্প্রতি তাঁকে জিজ্ঞাসা করা হয়, এমন কি কাজ তিনি করেছেন জীবনে, যা অন্যায় হলেও প্রচুর আনন্দ পেয়েছেন তিনি? উত্তরে মিয়া বলেছেন, ‘‘আমি গাঁজা খেতে ভীষণ পছন্দ করি, যদিও তাতে আমি কোনও অন্যায় দেখিনা। তবে ইউরোপে গাঁজা খাওয়া আইনত অপরাধ। ধরা পড়লে আপনার মোটা অঙ্কের জরিমানা আর কারাবাস হতে পারে। ‘ক্লাস বি ড্রাগস’ খেতে গিয়ে ধরা পড়লে আপনার ৫ বছরের জেল হবে আর মাদক লেনদেন করতে গিয়ে ধরা পড়লে ১৪ বছরের হাজতবাস। আমি কিন্তু ওখানেও গাঁজা খেয়েছি।

সূত্র: আনন্দবাজার পত্রিকা