ঢাকাসোমবার , ১৭ এপ্রিল ২০২৩
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর
Paris

Relief rain in Sylhet

সিলেটের কোম্পানীগঞ্জে স্বস্তির বৃষ্টি

  • অনলাইন ডেস্ক

    এপ্রিল ১৭, ২০২৩, ১০:৫৩ অপরাহ্ণ
সিলেটের কোম্পানীগঞ্জে স্বস্তির বৃষ্টি। সংগৃহীত ছবি

সারাদেশে টানা কয়েকদিন ধরে তাপপ্রবাহ চলছে।  এর মধ্যে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছিল ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কিছু জেলায় হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া পূর্বাভাসের ঘোষনার কয়েক ঘন্টার মধ্যে সিলেটের কোম্পানীগঞ্জে ঝরলো স্বস্তির বৃষ্টি।

সোমবার (১৭ এপ্রিল) রাত ৮টা ৫০ মিনিটের দিকে শুরু হয় বৃষ্টি। রাত ১০টার দিকে শুরু হয় শিলাবৃষ্টি।

সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজিব হোসেন বলেন, আগেই আমরা আভাস দিয়েছিলাম বৃষ্টির। কোম্পানীগঞ্জসহ বেশ কয়েক জায়গায় বৃষ্টি শুরু হয়েছে। সিলেট নগর ও আশপাশ এলাকায় বৃষ্টির জোর সম্ভাবনা আছে। আগামী এক ঘণ্টার মধ্যে বৃষ্টি শুরু হতে পারে।

এর আগে সোমবার সকালের পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছিল, দেশের তিন বিভাগের দু-এক জায়গায় ঝড়বৃষ্টি হতে পারে। বিভাগগুলো ছিল বরিশাল, চট্টগ্রাম ও সিলেট।