রাজধানীর ধানমন্ডি সাত মসজিদ সড়কের আইল্যান্ডের গাছ কাটা বন্ধে আহ্বান জানিয়েছে পরিবেশবাদীরা। বুধবার রাত ১০টার দিকে আবাহনী মাঠের পাশে সড়ক বিভাজনীতে আয়োজিত মানববন্ধন থেকে এই আহ্বান জানানো হয়।
মানববন্ধনে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সভাপতি মানবাধিকারকর্মী সুলতানা কামাল বলেন, ‘যারা নগরের দায়িত্বে থাকেন, তাদের মূল দায়িত্ব যেন নগরবাসী স্বস্তিতে শান্তিতে নগরে বসবাস করতে পারে। এটার জন্য গাছের উপকারিতা আজ নতুন করে বলার অবকাশ নেই। মেয়রকে এটা নতুন করে মনে করাবার প্রয়োজন আছে বলে মনে করতাম না। কিন্তু আজ আবার আমাদের সেই কথাগুলো বলতে হচ্ছে।’
তিনি আরও বলেন, ইদানিংকালে যতগুলো গবেষণা হয়েছে, সেখানে যতগুলো সূচক আছে সেখানে ঢাকা শহর কীভাবে বাসের অযোগ্য হয়ে উঠেছে তা আমরা দেখেছি। প্রতিনিয়ত ঢাকার মান নিচের দিকে চলে যাচ্ছে। মানুষ নিশ্বাস নিতে পারছে না। আমরা শব্দদূষণ, বায়ুদূষণের শিকার হচ্ছি। আর আজ ঢাকা শহর একটা তাপীয় নগরে পরিণত হয়েছে। এর পেছনের কারণ আমাদের জলাশয় বন্ধ করে দেওয়া হচ্ছে, গাছ কাটা হচ্ছে।
তিনি বলেন, নগর মানে তো কংক্রিটের ইমারত না। গাছ কাটা এখানে মহোৎসবে পরিণত হয়েছে। এটা যারা করে, যাদের নির্দেশে করে, তাদের প্রতি আমরা ধিক্কার জানাই। আজ মেয়রের কাছে আমাদের অনুরোধ, তিনি যেন অবিলম্বে এই গাছ কাটা বন্ধের পরামর্শ দেন, তিনি যেন আমাদের সঙ্গে, পরিবেশবিদদের সঙ্গে বসেন।
সাত মসজিদ সড়ক গাছ রক্ষা আন্দোলনের ব্যানারে আয়োজিত মানববন্ধনে আরও বক্তব্য রাখেন অধিকারকর্মী খুশি কবির, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) নির্বাহী প্রধান সৈয়দা রিজওয়ানা হাসান, গবেষক পাভেল পার্থ, বাপার সাধারণ সম্পাদক শরীফ জামিল, পরিবেশ কর্মী অরূপ রাহী, লেখক মোস্তফা জামান, আর্ট অ্যান্ড মিউজিয়াম কিউরেটর আমিরুল রাজীব, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের একাংশের সাধারণ সম্পাদক আদনান আজিজ, গ্রিন ভয়েজের সমন্বয়ক আলমগীর কবির প্রমুখ।
সূত্র: জনকণ্ঠ