ঢাকারবিবার , ৭ মে ২০২৩
  • অন্যান্য

Free distribution of agricultural inputs

বদলগাছীতে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ

Paris
  • সৈকত সোবাহান,বদলগাছী,নওগাঁ

    মে ৭, ২০২৩, ৯:১৮ অপরাহ্ণ
বদলগাছীতে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ

নওগাঁর বদলগাছীতে বিনামূল্যে লেবু জাতীয় ফসলের সম্প্রসারণ ব‍্যবস্থাপনা ও উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় মাল্টা ও লেবু গাছের চারা সহ কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।

রবিবার ৭ই মে বিকেল ৪টায় বদলগাছী উপজেলার কৃষি অফিস থেকে উপজেলার ৮টি ইউপির ৬০জন কৃষকের মাঝে ৫শতক,১০শতক,২০ শতক,৩০শতক জমির জন্য লেবু জাতীয় ফসলের সম্প্রসারণ ব‍্যবস্থাপনা ও উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় মাল্টা ও লেবু গাছের চারাসহ কৃষি উপকরণ বিনামূল্যে বিতরণ করা হয়। প্রতি ৫ শতক জমির জন‍্য ৩টি করে মাল্টা/লেবুর চারা, এমওপি ৩কেজি,ডিএপি ২কেজি, ইউরিয়া ৩কেজি, বোরণ ৫০০গ্রাম,জিংক ৫০০গ্রাম,জৈব‍্য সার১০কেজিসহ ১টি সিকেচার,১টি বার্ডিং নাইফ,১টি হ‍্যান্ড স্পেয়ার বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, বদলগাছী উপজেলা কৃষি অফিসার সাবাব ফারহান, কৃষি সম্প্রসারণ অফিসার জাহিদুল ইসলাম, ফিরোজুল ইসলাম উপজেলার উপ সহকারী কৃষি অফিসার সহ সকল উপকারভোগী কৃষক।