“কৃষি ক্ষেত্রে যন্ত্রের ব্যবহার, সময় ও অর্থ বাঁচবে সবার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর বদলগাছীতে চলতি বোরো ২০২২-২৩ মৌসমে কম্বাইন্ড হারভেস্টারের ম্যাধমে বোরো ধান কর্তন উৎসব ১৪৩০অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ৮ই মে সকাল ১১টায় বদলগাছী কৃষি অফিসের আয়োজনে সিনজেন্টা ফাউন্ডেশনের সহযোগিতায় বদলগাছীর হাপুনিয়া গ্রামে বোরো ধান কর্তন উৎসব অনুষ্ঠিত হয়েছে। বদলগাছীর জননী ফারমস হাবের সহযোগিতায় উক্ত কম্বাইন্ড হারভেস্টার মেশিনটি জিয়া ফারমস হাব নাটোর থেকে নিয়ে আসা হয়। অল্প খরচে, অল্প সময়ে ধান কাটতে কৃষকদের যন্ত্রের ব্যবহার করতে বলা হয়। যেখানে শ্রমিক দিয়ে প্রতি বিঘা জমির ধান কাটতে ৪-৫হাজার টাকা খরচ হয় সেখানে হারভেষ্টার মেশিনে ধান কটতে প্রতি বিঘাতে ২৫০০টাকা খরচ হয়। মে মাসে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকায় যে সব কৃষকের ধান কাটার উপযুক্ত সেসব কৃষকদের পাঁকা ধান মাঠে না রাখার আহব্বান জানান।
বদলগাছী কৃষি অফিসার সাবাব ফারহানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার আলপনা ইয়াসমিন, বিশেষ অতিথি হিসেবে বদলগাছী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু খালেদ বুলু, নওগাঁ ৪৮ সাংসদ সদস্যের প্রতিনিধি ও বদলগাছী আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম মন্ডল, বদলগাছী ইউপির চেয়ারম্যান আনোয়ার হোসেন, বদলগাছী থানা অফিসার ইনচার্জ আতিয়ার রহমান, সাবেক বদলগাছী মুক্তিযোদ্ধা কমান্ডার জবির উদ্দিন এফএফ,বীর মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলী, তোফাজ্জল, বদলগাছী কৃষি সম্প্রসারণ অফিসার জাহিদুল ইসলাম,ফিরোজুল ইসলাম, সিনজেনটা ফাউন্ডেশনের প্রজেক্ট ম্যানেজার ফারহানূল হক, প্রজেক্ট অফিসার জোতিষ চন্দ্র বর্মণ, উপ-সহকারী শামসুল আলম,সাহার আলীসহ স্থানীয় মাঠ পর্যায়ের কৃষকবৃন্দ।