রাজশাহীতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২ তম জন্মদিবস উপলক্ষে কবিকুঞ্জের ‘রবি প্রণাম’ শীর্ষক কথা কবিতা ও গানের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ মে) বিকেল সাড়ে পাঁচটায় নগরের মিয়াপাড়ায় বঙ্গবন্ধু পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবিকুঞ্জের সভাপতি কবি রুহুল আমিন প্রামাণিক।
কবিকুঞ্জের যুগ্মসম্পাদক শাহনাওয়াজ প্রামাণিক সুমনের পরিচালনায় রবীন্দ্রনাথের ওপর আলোচনা করেন কবিকুঞ্জের সাধারণ সম্পাদক আরিফুল হক কুমার, কোষাধ্যক্ষ আলমগীর মালেক, হাসিবুল ইসলাম প্রমুখ। কবিকণ্ঠে কবিতাপাঠ করেন ওয়ালী উল ইসলাম, লোকমান হোসেন, সিরাজুদ্দৌলাহ বাহার, রুবিনা আনিস, কাবেরী সাহা, দিপালী রাণী সরকার, শামীম হোসেন, হাবিবুল ইসলাম তোতা, এসএম তিতুমীর প্রমুখ। রবীন্দ্রনাথের কবিতা আবৃত্তি করেন বীথি মজিদা, রওশন আরা বেলী, আখতার বানু বীণা, শামীমা ডেইজী লিপি প্রমুখ। গান পরিবেশন করেন সহিষ্ণুতা।