ঢাকাসোমবার , ১৫ মে ২০২৩
  • অন্যান্য

vlogging camera

ভ্লগিং ক্যামেরা আনল ক্যানন

Paris
  • অনলাইন ডেস্ক

    মে ১৫, ২০২৩, ৯:২৩ অপরাহ্ণ
ক্যানন পাওয়ারশট ভি১০ ক্যামেরা। ছবি: সংগৃহীত

ভ্রমণের ভিডিও ব্লগ করেন অনেকেই। এসব ভিডিও ইউটিউবসহ বিভিন্ন মাধ্যমে প্রচার করা হয়। বর্তমানে তরুণ-তরুণীদের কাছে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে ভ্লগিং। এবার প্রথমবারের মতো ভ্লগিং ক্যামেরা বাজারে এনেছে ক্যানন।

ক্যানন পাওয়ারশট ভি১০ মডেলের ক্যামেরায় ফোরকে প্রযুক্তির ভিডিও করা যায়। ক্যামেরায় ধারণ করা ভিডিও ক্যানন ক্যামেরা কানেক্ট অ্যাপের মাধ্যমে ফোন বা ট্যাবলেট কম্পিউটারে স্থানান্তরের সুযোগ থাকায় সহজে অনলাইনে আপলোড করা সম্ভব। এইচডিএমআই এবং ইউএসবি পোর্ট সুবিধার ক্যামেরাটির ওজন ২১১ গ্রাম।

আকারে ছোট হওয়ায় সহজে ভ্রমণের সময় ব্যবহার করা যায় ক্যামেরাটি। স্বয়ংক্রিয় ছোট স্ট্যান্ডযুক্ত থাকায় ক্যামেরাটি নির্দিষ্ট স্থানে রেখে বা হাতে নিয়েও ভিডিও করা সম্ভব।

ধারণ করা ভিডিওর দৃশ্য সম্পর্কে ধারণা দিতে আলাদা এলসিডি পর্দাও রয়েছে ক্যামেরায়। ফলে ভিডিওর ফ্রেম বা আলো সম্পর্কে জানা যায়। দাম ৪৩০ ডলার।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস