ঢাকাবুধবার , ১৭ মে ২০২৩
  • অন্যান্য

বাজারে এসেছে গোপাল

Paris
  • নিজস্ব প্রতিবেদক

    মে ১৭, ২০২৩, ২:৪৭ অপরাহ্ণ

রাজশাহীর বাজারে উঠতে শুরু করেছে গোপালভোগ আম। রাজশাহীর সবচেয়ে বড় আমের বাজার বানেশ্বর হাটে গুটি ও গোপালভোগ আম কেনাবেচা করতে দেখা গেছে।

পুঠিয়া উপজেলার বানেশ্বরে হাট বসে সপ্তাহে শনি ও মঙ্গলবার। মঙ্গলবার (১৬ মে) বানেশ্বর হাটে ক্রেতা-বিক্রেতার উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো।

গোপালভোগ আম বিক্রি করতে এসেছেন সাইদুল ইসলাম। তিনি বলেন, আম পাড়ার ঘোষণা হলেও এখনও গণহারে পাকেনি। তাই মানুষের মধ্যে এক ধরনের সন্দেহ কাজ করছে। এমন অবস্থায় আম নিয়ে আসার পরে মানুষকে কেটে খাওয়াতে হচ্ছে। অনেকে আম খেয়ে কিনছেন।

রাজশাহী জেলায় প্রকাশিত ক্যালেন্ডার অনুযায়ী গুটি আমের পরে গোপালভোগ বাজারে আসছে ১৫ মে। সেই হিসেবে গতকাল গোপালভোগ আম নামানো শুরু হয়। আর লক্ষ্মণভোগ বা লখনা ও রানীপসন্দ ২০ মে। তার পাঁচদিন পরে হিমসাগর বা ক্ষীরশাপাত আম বাজারজাত করা যাবে। বাকি জাতের আমগুলো পর্যায়ক্রমে বাজারে আসবে।

সবুজ ইসলাম নামের এক আম ব্যবসায়ী বলেন, গোপালভোগ জাতের আম গতকাল থেকে নামানো শুরু হয়েছে। এর দামও তুলনামূলক বেশি। গুটি আমের পরে মৌসুমের এই প্রথম জাতের আম হাটে আসা শুরু করেছে। হাটে ১ হাজার ৬০০ থেকে ১ হাজার ৮০০ টাকা মণ দরে বিক্রি হয়েছে গোপালভোগ আম।

রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোজদার হোসেন জানান, গোপালভোগ আম নামানো শুরু হয়েছে। প্রতিবছর রাজশাহীতে ১ হাজার ৫০০ থেকে ১ হাজার ৮০০ হেক্টর জমিতে গোপালভোগ আম চাষ হয়ে থাকে। এবার ১৫ মে থেকে গোপালভোগ আম পাড়ার তারিখ নির্ধারণ করা হয়। হাট-বাজারে পাওয়া যাচ্ছে গোপালভোগ আম।