কিসের করোনা ভাইরাস কিসের ভয়
প্রভুর নাম নিয়ে করবো জয়।
এসেছে করোনা ভাইরাস ভবের মাঝে
তাকে ধ্বংস করবো সকাল সাঁঝে।
যতোই করুক ধ্বংসলীলা
তার সাথে মোদের বাঁচার খেলা।
ভয় করবো না কোনো কাজে
ধ্বংস করবো সৈনিক সেজে ।
সাথে আছে মহান প্রভু
ভয় করবো না মোরা কভু ।
করোনা ভাইরাসের ধ্বংসলীলা
জীবন দিয়ে করবো মোকাবেলা ।
জয় পরাজয় কাজের আছে
পরাজয় নাই প্রভুর কাছে।
করোনা ভাইরাস আর যতো শক্তি
প্রভুকে মরণ ভয়ে করে ভক্তি।
ভয় করবো না বিশ্ববাসী
করোনা ভাইরাস কে দিবো ফাঁসি।
সর্বদা নিবো প্রভুর নাম
রোগ জীবাণুর থাকবে না কাম ।
প্রধানমন্ত্রীর অক্লান্ত পরিশ্রম
করোনা ভাইরাস মোকাবেলা করে জনগণ ।
কবি: ডা: অমল কুমার সরকার
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক (অবঃ)
তালগাছী সরকারী প্রাথমিক বিদ্যালয়।