ঢাকাবৃহস্পতিবার , ২৫ মে ২০২৩
  • অন্যান্য

Badalgachi

বদলগাছীতে জাতীয় তালিকা প্রস্তুতকরণ বিষয়ক দুই দিনের প্রশিক্ষণ কর্মশালা সমাপনী

Paris
  • সৈকত সোবাহান,বদলগাছী,নওগাঁ

    মে ২৫, ২০২৩, ৭:০২ অপরাহ্ণ
বদলগাছীতে জাতীয় তালিকা প্রস্তুতকরণ বিষয়ক দুই দিনের প্রশিক্ষণ কর্মশালা সমাপনী

বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্যের জাতীয় তালিকা প্রস্তুতকরণ বিষয়ক দুই দিনের কর্মশালা সমাপণী অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বুধবার ২৪শে মে সকাল ৯টায় ঐতিহ্যবাহী নওগাঁর বদলগাছির পাহাড়পুর বৌদ্ধবিহারে সম্মেলন কক্ষে বাংলাদেশ জাতীয় যাদুঘর,সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক মোঃ কামরুজ্জামান এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব সুব্রত ভৌমিক সভাপতিত্বে সাধনার প্রতিষ্ঠাতা লুবনা মারিয়ম প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণে ক্ষুদ্র নৃ গোষ্ঠীর ওরাও, পাহান সম্প্রদায়, বাউল শিল্পী, ছাত্র-শিক্ষক ও সাংবাদিকসহ ৩০ জন প্রশিক্ষণে অংশ নেন। জাতীয় জাদুঘরের মহাপরিচালক মোঃ কামরুজ্জামান বলেন, স্থানীয় জনগোষ্ঠীর সক্রিয় সম্পৃক্ততার এই প্রশিক্ষণের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে-ছিটিয়ে থাকা বাংলার ঐতিহ্য উপকরণসমূহ এক প্ল্যাটফর্মে আসবে। এতে বাংলার সকল ঐতিহ্য উপকরণের পরিচিতি সমগ্র বিশ্বে ফুটে উঠবে। বৃহস্পতিবার ২৫শে মে বিকেল ৪টায় পাহাড়পুর জাদুঘর সন্মেলন কক্ষে প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হয়।