চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুরে ১৯৭১ সালের ২০ এপ্রিল গোমস্তাপুর ইউনিয়ন হিন্দু সম্প্রদায়ের ৩৫ জন ব্যক্তি পাক হানাদার বাহিনী কর্তৃক নিহত হন। উক্ত নিহত ব্যক্তিদের আত্মার শান্তি ও বিশ্ব শান্তি কামনায় ২৪ প্রহর ব্যাপী হরিনাম যজ্ঞানুষ্ঠানটি শেষ হয়েছে।
সোমবার দিবাগত রাত্রে শুরু হয়ে শুক্রবার সকাল ৬টার সময় শেষ হয়। গোমস্তাপুর কামারপাড়া শ্রীশ্রী দুর্গা স্মৃতি মন্দির আয়োজিত যজ্ঞানুষ্ঠানটি বগুড়া, নওগাঁ, রংপুর ও যশোর সহ চারটি দল অংশগ্রহণ করেছেন। যজ্ঞানুষ্ঠানে বিভিন্ন জেলা ও উপজেলার নারী পুরুষ দল বেঁধে যোগদান করেন। কেউ কেউ বলেন যজ্ঞানুষ্ঠানে আসি কিছু ধার্মিক জ্ঞান অর্জনের জন্য, বিভিন্ন দলের বিভিন্ন ভাবে গীতা পাঠের বিষয়ে বর্ণনা দিয়ে তাতে কিছু জানতে পারা যায় ধার্মিক বিষয়গুলো।
মন্দির কমিটির সাধারণ সম্পাদক অশোক কুমার দাস জানান প্রতিবছরের মতন এবারও আমরা ১৯৭১ সালের পাক হানাদার বাহিনীর হাতে হিন্দু সম্প্রদায়ের ৩৫ জন নিহতদের আত্মার শান্তি ও বিশ্ব শান্তি কামনায় যজ্ঞানুষ্ঠান অনুষ্ঠানটি পালন করে থাকি। এবার অতিরিক্ত আবহাওয়া গরম ও দাবদাহ হলেও ভোক্ত সমাগম কম হয়নি, ভোক্তরা অতি আগ্রহে দল বেঁধে যজ্ঞানুষ্ঠানে উপস্থিত হয়েছেন।