জাতীয় আদিবাসী পরিষদ রাজশাহী মহানগর কমিটির উদ্যোগে আজ ১৩ জুন ২০২৩ তারিখে বিকালে রাজশাহীর ২ নং ওয়ার্ডের আদিবাসী গ্রামে মোল্লাপাড়া এবং শেখপাড়ায় জাতীয় আদিবাসী পরিষদ রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে নৌকা মার্কার মেয়র পদপ্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটনের পক্ষে প্রচারণা চালানো হয়।
প্রচারণা সভায় জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গণেশ মার্ডি, দপ্তর সম্পাদক সুভাষ চন্দ্র হেমব্রম, আদিবাসী ছাত্র পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি সাবিত্রী হেমব্রম, জাতীয় আদিবাসী পরিষদ পবা উপজেলার সভাপতি মুকুল বিশ্বাস, যুব নেতা জুলিতা কিস্কু প্রমুখ।
এছাড়াও নেতৃবৃন্দরা বলেন, রাজশাহীতে সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে এবং চলমান উন্নয়নের ধারাবাহিকতা অব্যহত রাখার জন্য এএইচএম খায়রুজ্জামান লিটনকে মেয়র হিসেবে জয়যুক্ত করার বিকল্প নাই। মুক্তিযুদ্ধের চেতনাকে বাস্তবায়ন এবং অক্ষুন্ন রাখতে দুই বারের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনকে ভোট দিয়ে পুনরায় রাজশাহী মহানগরীর মেয়র নির্বাচিত করার আহবান জানানো হয়।
বার্তা প্রেরক