•কক্সবাজারকে নিয়ে বৃহৎ পরিকল্পনার কথা
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে সাক্ষাৎ করেছেন সদ্য কক্সবাজার পৌরসভা নির্বাচনে নবনির্বাচিত মেয়র মোঃ মাহবুবুর রহমান চৌধুরী।
গতকাল সকাল ১০টায় নৌকার মনোনীত মেয়র প্রার্থী হিসেবে বিজয়ী মাহবুবুর রহমান চৌধুরীর নেতৃত্বে আওয়ামী লীগ নেতারা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন৷
শুরুতে প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ নেতা ও দৈনিক দৈনন্দিন পত্রিকার সম্পাদক রাশেদুল ইসলাম, কক্সবাজার পৌর আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ নজিবুল ইসলাম, কক্সবাজার সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি মাহামুদুল করিম মাদু, জেলা পূজা উদযাপন পরিষদ সাধারণ সম্পাদক বেন্টু দাশ ও যুব নেতা স্বরুপম পাল পাঞ্জু।
সাক্ষাৎকালে নবনির্বাচিত মেয়র আবেগ আপ্লূত হয়ে কান্নায় ভেঙে পড়েন।
এসময় প্রধানমন্ত্রী বলেন, কাঁদছো কেনো, তুমি’তো বিজয়ী তোমাকে হাসতে হবে। এসময় প্রধানমন্ত্রী কক্সবাজার পৌরসভাকে একটি স্মার্ট পৌরসভায় রুপান্তরের নির্দেশনা দেন।
পরে মাহাবুবুর রহমান জানান, এ কান্না সম্মানের, এ কান্না কৃতজ্ঞতার। আমার মতো তৃণমূলের একজন কর্মীকে প্রধানমন্ত্রী আজ দলীয় মনোনয়ন দিয়ে মেয়র হওয়ার সুযোগ করে দিয়েছে এটা ভাবতেই চোখে কৃতজ্ঞতার জল চলে এসেছিলো।
মাহবুবুর রহমানকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী বলেন, কক্সবাজার পৌরসভাকে ঢেলে সাজাতে হবে। একটি স্মার্ট পৌরসভা জনগনকে উপহার দিতে হবে। বলেন প্রধানমন্ত্রী। কক্সবাজার পাহাড়ের খাস জমিতে বসবাসকারিদের জন্য আশ্রয়ণ প্রকল্প করা হবে। কেউ ভুমিহীন থাকবে না। এজন্য কাজ করছে সরকার। পর্যটন নগরি কক্সবাজারকে নিয়ে সরকারের বৃহৎ পরিকল্পনার কথা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সাক্ষাৎ শেষে বের হয়ে মো. নজিবুল ইসলাম জানান, প্রধানমন্ত্রী শুরুতে কক্সবাজার পৌরবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি তার মনোনীত আওয়ামী লীগের দলীয় প্রার্থী মাহাবুবকে ভোট দেওয়ায় পৌরবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। পাশাপাশি দলীয় নেতাকর্মীদেরও তিনি শুভেচ্ছা জানিয়েছেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে নৌকার পক্ষে কাজ করারও আহবান জানান তিনি।
প্রতিক্রিয়া ব্যক্ত করে মেয়র মাহবুবুর রহমান চৌধুরী বলেন, ‘ সকল প্রশংসা আল্লাহর। প্রধানমন্ত্রী আমাকে নৌকা দিয়েছেন, জনগণ দিয়েছেন সম্মান। পৌরবাসী আমার উপর যে আস্থা রেখেছেন তাঁর প্রতিদান আমি অক্ষরে অক্ষরে পালন করবো। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে যে নির্দেশ দিয়েছেন তা পালন করবো। প্রধানমন্ত্রী কক্সবাজার পৌরসভাকে একটি স্মার্ট, আধুনিক ও পরিচ্ছন্ন শহর করতে কাজ করার নির্দেশ দিয়েছেন।
মাহবুবুর রহমান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী এদেশের মানুষের ভাগ্য পরিবর্তনে নিরলস কাজ করে যাচ্ছেন। বাংলাদেশ যেন বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারে সেই স্বপ্ন নিয়ে তিনি দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর সহযোগিতায় আমি কক্সবাজারকে একটি আধুনিক মডেল শহর গড়ে তোলতে চেষ্টা করবো।