ঢাকাশুক্রবার , ২৩ জুন ২০২৩
  • অন্যান্য

Cox's Bazar

আ.লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে কক্সবাজার জেলা পরিষদ চেয়ারম্যানের শ্রদ্ধা নিবেদন

  • আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার

    জুন ২৩, ২০২৩, ১০:৩৪ অপরাহ্ণ
কক্সবাজার জেলা পরিষদ চেয়ারম্যান শাহিনুল হক মার্শাল

সংগ্রাম, উন্নয়ন ও অর্জনে গৌরবদীপ্ত পথচলার গণমানুষের পাশে ৭৪ বছর বাংলাদেশ আওয়ামী লীগ৷ এদিন নানা আয়োজনে দিনটি উদযাপন করা হয়েছে।

কক্সবাজার জেলা পরিষদ চেয়ারম্যান শাহিনুল হক মার্শাল জেলা পরিষদে নির্মিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন। এসময় সাথে পরিষদের কর্মকর্তা ও কর্মচারিগণ উপস্থিত ছিলেন।

জেলা পরিষদ চেয়ারম্যান স্মৃতিচারণ করে বলেন, বঙ্গবন্ধু মানে বাংলাদেশ, বাংলাদেশ মানে বঙ্গবন্ধু। জেলা পরিষদের পক্ষ থেকে আওয়ামী লীগের সর্বস্তরের নেতৃবৃন্দদের জানাই প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।