ঢাকাশুক্রবার , ২৩ জুন ২০২৩
  • অন্যান্য

Cox's Bazar

নতুন মেয়রের প্রথম কাজ হোক পরিচ্ছন্ন নগরী

  • ছানাউল করিম

    জুন ২৩, ২০২৩, ২:০৬ অপরাহ্ণ
নতুন মেয়রের প্রথম কাজ হোক পরিচ্ছন্ন নগরী____ছানাউল করিম

কক্সবাজার পৌরসভার নতুন মেয়রের প্রথম কাজ হোক পরিচ্ছন্ন নগরি গড়ে তোলা। সেজন্য দরকার পর্যাপ্ত পরিচ্ছন্নতা কর্মী। কতজন কর্মী দরকার তারও একটি তালিকা তৈরী করা খুবই জরুরী। এসব কর্মীর দায়িত্ব পালনে গাফেলতি এড়াতে দরকার দক্ষ তদারকি আর দু’একটি আইন। যেমন- দায়িত্ব অবহেলায় পরিচ্ছন্নতা কর্মীদের বেতন করতন কিংবা শাস্তির বিধান হিসাবে লাল, সবুজ, হলুদ এ তিন রং এর চিহ্ন প্রদর্শনের ব্যবস্থা। কর্মীদের দায়িত্ব পালনে অবহেলায় কোন ছাড় নেই। যে পরিচ্ছন্নতা কর্মীর উপর লাল রঙ এর চিহ্ন প্রদর্শিত হবে তার চাকরী ছাটাই হিসেবে গণ্য হবে।

পরিচ্ছন্ন নগরী গড়ে তোলতে বর্জ্য ব্যবস্থাপনায়ও আনতে হবে নতুন চিন্তা। শহরের সমস্ত বর্জ্য কোথায় রাখা হবে তার একটি উপযুক্ত স্থান নির্ধারণ করা খুবই জরুরী। এটা নিশ্চিত হলে, আজকাল বর্জ্য দিয়ে নানাকিছু উৎপাদন করা যায়। যেমন- পুরনো প্লাস্টিক দিয়ে নানা রকম নতুন পণ্য উৎপাদন করা যায়। এছাড়া দূর্গন্ধযুক্ত গলিত বর্জ্য থেকে উৎপাদন করা যায় গ্যাস। প্রাথমিক পর্যায়ে নিজস্ব ব্যবস্থাপনায় এগুলো করা না গেলেও যারা এ পরিকল্পণাগুলো গ্রহণ করেছে তাদের কাছে বর্জ্যগুলো স্থানান্তরের ব্যবস্থা করতে হবে।

নাগরিক যেন তার বর্জ্য সহজে রাখতে পারে তারজন্য সড়কের প্রতিটি বৈদ্যুতিক খুঁটির সাথে স্বল্প দামের ঝুড়ি বসাতে হবে। পরিচ্ছন্ন সড়ক পেতে এটি খুব বেশি কাজে দেবে বলে আমি মনে করি। প্রয়োজনে এটি বাস্তবায়নে নাগরিককে জরিমানায় আনতে হবে।

পরিচ্ছন্নতার পাশাপাশি শহরের রূপজ্জাটাও খুব জরুরী। এজন্য বড়-বড় দামী বাতির দরকার নাই। ফুটপাতের পাশে খালি জায়গায় কয়েকফুট পরপর লালকৃষ্ণচূড়া গাছ লাগালেই পুরো শহর কিছুদিনের মধ্যেই রঙিন শহরে সাজবে।

পরিচ্ছন্ন শহরের আর একটি মূল উপাদান হচ্ছে ড্রেনেজ ব্যবস্থা। ইতোমধ্যে নতুন মেয়র এব্যাপারে কঠোর সিদ্বান্ত নিবেন বলে জানিয়েছেন এক সাংবাদিক ফোরামের আলোচনায়। সেজন্য মেয়রকে সাধুবাদ জানাই। ড্রেনে পানি নিস্কাশন গতিশীল রাখতে নিয়মিত তদারকি জোরদার নিশ্চিত করতে হবে। সবচাইতে কার্যকরী পদক্ষেপ হলো বিশেষ করে বর্ষাকালে ড্রেনে জমে থাকা বর্জ্য নিয়মিত পরিস্কার করে ফেলে দেয়া। নতুন মেয়র সবকিছু বাস্তবায়নে সফল হলে আশা রাখি কক্সবাজার হবে একদিন পরিচ্ছন্ন শহর।