নির্জন একাকী মাঠে বসে
ভাবছি কাকে পাবো পাশে।
দিনের আলো নিভে গেছে
অন্ধকার আসে চোখের কাছে।
পাখিরা কলরবে ফিরছে বাসায়
সারাদিন ছিলো খাদ্যের আশায়।
হঠাৎ দেখছি মেঘ আকাশে
চলছে মেঘ মৃদু বাতাসে ।
রিমিঝিমি শব্দে বৃষ্টি ঝরে
আনন্দে যায় মোরা ঘরে।
অঝোরে ঝরে নিশিতে বৃষ্টি
আনন্দে দোলে সকল সৃষ্টি।
ভবে থাকে না উত্তপ্ত গরম
সৃষ্টির জীবন হয়েছে নরম।
কবি ও দলিল লেখক
ডাঃ অমল কুমার সরকার
তালগাছি, পবা,রাজশাহী