ঢাকামঙ্গলবার , ২৫ জুলাই ২০২৩
  • অন্যান্য

MP unopposed

বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হচ্ছেন সাজ্জাদুল হাসান

  • অনলাইন ডেস্ক

    জুলাই ২৫, ২০২৩, ১২:০০ পূর্বাহ্ণ
বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হচ্ছেন সাজ্জাদুল হাসান

নেত্রকোনা-৪ (মোহনগঞ্জ-মদন-খালিয়াজুরী) আসনের উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হতে যাচ্ছেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাজ্জাদুল হাসান।

সোমবার দুপুরে জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন সাবেক এ আমলা। আসনটিতে তার বিপরীতে আর কোনো প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেননি।

জেলা নির্বাচন অফিসার গোলাম মোস্তফা জানান, সোমবার উপনির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল। ওইদিন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাজ্জাদুল হাসান দলীয় সমর্থকদের নিয়ে মনোনয়নপত্র দাখিল করেন। আর কোনো প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেননি। তিনি আরও জানান, যাচাই-বাছাইয়ের পর তার মনোনয়নপত্রটি বৈধ বলে গৃহীত হলে পরবর্তীতে বিধিমোতাবেক ফল ঘোষণা করা হবে।