ঢাকাশুক্রবার , ২৮ জুলাই ২০২৩
  • অন্যান্য

হজরত মুহাম্মদ (সা.)-এর নাতনির মাজারের পাশে বিস্ফোরণে নিহত ৬

  • অনলাইন ডেস্ক:

    জুলাই ২৮, ২০২৩, ১২:১৫ অপরাহ্ণ

সিরিয়ার রাজধানী দামেস্কে হজরত মুহাম্মদ (সা.)-এর নাতনি ও হজরত আলীর মেয়ে সৈয়দা জয়নবের মাজারের পাশে বৃহস্পতিবার এক বিস্ফোরণে অন্তত ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২০ জনের বেশি। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় একে ‘সন্ত্রাসী হামলা’ বলে মন্তব্য করেছে।

দামেস্কের দক্ষিণে অবস্থিত সৈয়দা জয়নবের মাজার স্থানীয় শিয়াদের অন্যতম পবিত্র তীর্থস্থান। প্রতি বছর আশুরা বা ১০ মহরমের সময় এখানে লাখো ভক্তের আগমন ঘটে। সাধারণ সময়েও বিপুল জনসমাগম দেখা যায়। এ অবস্থায় মহররমের এক দিন আগে বৃহস্পতিবার সেখানে বিস্ফোরণ ঘটল।

সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সৈয়দা জয়নবের মাজারের অদূরে একটি ট্যাক্সির পাশে একটি মোটরসাইকেল বিস্ফোরিত হয়। এতে হতাহতের ওই ঘটনা ঘটে।

তবে ইতঃপূর্বে ওটাকে বোমা বিস্ফোরণ বলে উল্লেখ করা হয়েছিল সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে।

লন্ডনভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, বৃহস্পতিবারের বিস্ফোরণের ঘটনাস্থল থেকে ইরানি সশস্ত্র বাহিনীর অবস্থানস্থল বেশি দূরে নয়। দেশটিতে গৃহযুদ্ধ শুরুর পর প্রেসিডেন্ট বাশার আল আসাদের পক্ষে সেখানে লড়ছে ইরানের সশস্ত্র বাহিনী। রাশিয়াও আসাদের পক্ষে লড়ছে। যুক্তরাষ্ট্র ও তুরস্ক আসাদের বিপক্ষে সেখানে বিদ্রোহীদের সহায়তা দিচ্ছে।

জয়নবের মাজারের পাশে মঙ্গলবারও (২৫ জুলাই) একটি বিস্ফোরণ ঘটে। এতে অন্তত দুজন আহত হন। সূত্র-আলজাজিরা